Tuesday, May 8, 2018

E-7-4 সম্পর্কিত জরুরী তথ্য

E-7-4 সম্পর্কিত জরুরী তথ্য

# বর্তমানে যারা E-7-1 ভিসা নিয়ে আছেন তাদের আগামী ২০১৯ পহেলা জানুয়ারী থেকে পয়েন্ট বেইজ E-7-4 ভিসার আওতাভুক্ত হতে হবে।
# অর্থ্যাৎ E-7-1 থেকে য়ারা ২০১৯ জানুয়ারীতে ভিসার মেয়াদ বাড়াতে যাবেন তাদের E-7-4 এর পয়েন্ট অনুসারে কাউন্ট করতে করতে হবে এবং সে অনুযায়ী কাগজ পত্র জমা দিতে হবে। নির্দিষ্ট পয়েন্ট না হলে ভিসার মেয়াদ বাড়ানো যাবে না।
# সেক্ষেত্রে আপনার উক্ত সময়ের বয়স, বেতন, ট্যাক্স, কোরিয়ান ভাষা এবং অন্যান্য সকল বিষয়গুলোর সাথে পয়েন্টের তারতম্য হতে পারে তাই সে সময় উক্ত বিষয়গুলো সকলকে খেয়াল রাখতে হবে। তবে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত আগের নিয়মই কার্যকর থাকবে।
# কোম্পানী পরিবর্তন করতে পারবেন তবে পরিবর্তনের সময়ও আপনাকে E-7 এর উল্লেখিত পয়েন্ট বা নিয়ম অনুসারে মিলে গেলে পরিবর্তন করতে পারবেন।
# তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে কোম্পানী যদি দেওলিয়া হয়ে যায় সেক্ষেত্রে অন্য কোম্পানীতে পরিবর্তনের সময় কিছু সুবিধা পাওয়া যাবে।
# আবার মনে রাখতে হবে যে, আপনি E-7-4 ভিসা পরিবর্তনের সময় কোম্পানীর যে অবস্থা ছিল, বা আপনার যে বেতন ছিল তা যদি কমে যায়, ভিসার মেয়াদ আবার বাড়ানোর সময় যদি কোম্পানীর অবস্থা পূর্বের তুলনায় খারাপ হয়, সব মিলিয়ে অবস্থা বিবেচনায় যদি আপনার পয়েন্ট পূর্বের তুলনায় কম হয় সেক্ষেত্র ভিসার মেয়াদ বাড়ানোর সময় সমস্যা হবে।
# যদি কোন কারন বশত আপনি E-7-4 ভিসা থাকা অবস্থায় কোম্পানী ছেড়ে দিতে চান তাহলে আপনি D-10 ভিসার(জব সিকারস ভিসা বলে) জন্য আবেদন করতে পারবেন। তবে এর মেয়াদ সর্বোচ্চ ৩ মাস+ ৩ মাস মোট ৬ মাস দিবে। এর মধ্যেই আপনাকে নতুন চাকরী খুঁজে নিতে হবে। শেষে একটি কথা মনে রাখবে E-7-4 ভিসার নিয়ম কানুন প্রায় পরিবর্তন হয় বিধায় সব সময় পয়েন্টের হিসেবটা আপডেট রাখতে হবে।
এছাড়াও আরো কোন তথ্যের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ইপিএস বাংলার কমিউনিটির সাথে। ধন্যবাদ।

কোরিয়ান হালাল হারাম পন্য

কোরিয়ান হালাল হারাম পন্য
কোরিয়ান হালাল হারাম পন্য গুলোর কিছু ছবি দেয়া হলো।। বেশী ভাগ খাবার জাতীয় পণ্যে শুকরের চর্বি থাকে ।। আশা করি সকলেই কেনার আগে দেখে নিবেন।
















নিজের ভিসা(E-7-4, F-2-7, F-2-6) পরিবর্তন হয়েছে কিনা নিজেই চেক করুন।

নিজের ভিসা(E-7-4, F-2-7, F-2-6) পরিবর্তন হয়েছে কিনা নিজেই চেক করুন।

"Hi korea" হোম পেইজের মাধ্যমে- নিজের ভিসা(E-7-4, F-2-7, F-2-6) পরিবর্তন হয়েছে কিনা নিজেই চেক করুন। কি করতে হবে:-
# Hi korea তে নিজের নামে আইডি থাকতে হবে;
# আইডি দিয়ে লগইন করতে হবে;
# পেইজে লগইন করে কোরিয়ান ভাষা সিলেক্ট করুন;
# 마이페이지 (মাই পেইজে) ডুকতে হবে;
# বাম পাশে (방문민원신청 결과 조회) ক্লিক করুন;
# "접수기간" ক্লিক করে তারিখ সিলেক্ট করুন (যে তারিখে আবেদন করেছেন সেই তারিখ সিলেক্ট করলেই হবে);
# "검색" ক্লিক করুন; # "처리결과" যদি "허가" লিখা থাকে তাহলে বুঝবেন আপনার ভিসার অনুমতি দেয়া হয়েছে আর যদি "불허가" লিখা থাকে তাহলে বুঝবেন হয়নি।


কোরিয়া থেকে হজ্জে যেতে চাইলে করণীয়গুলো জেনে নিন।

কোরিয়া থেকে হজ্জে যেতে চাইলে করণীয়গুলো জেনে নিন।

Monday, May 7, 2018

ড্রাইভিংয়য়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা।

                   "Eps Bangla Driving Workshop"

ড্রাইভিংয়য়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা।


সুতরাং এর ধারাবাহিকতায় থাকছে..
"ড্রাইভিং পর্ব -১"
# কোরিয়ান ড্রাইভিং টেস্টে মোট তিনটি পরীক্ষা দিতে হয়।
# তিনটি পরীক্ষাতেই আলাদা আলাদা পাশ করতে হবে।
# একটি পরীক্ষায় পাশ না করলে আরেকটিতে যাওয়া যাবে না।
# প্রথমে MCQ পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় পাশ মার্ক ৬০।
# MCQ পাশ করার পর কোন ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টারে গিয়ে ভর্তি হলে পরবর্তি দুই স্টেপও সহজে পাশ করা যাবে।



পর্ব-২
ইপিএস বাংলা ড্রাইভিং ওয়ার্কশপকে সামনে রেখে নিয়মিত আয়োজনে আজ থাকছে MCQ Test এর পয়েন্ট বিন্যাস।
ড্রাইভিং MCQ Test এ মোট ৪০টি প্রশ্ন থাকে। তিনটি ক্যাটাগরিতে পয়েন্ট ভাগ করা হয়।
যেমন:-
১. প্রতিটি সিঙ্গেল উত্তরের জন্য ২ পয়েন্ট।
২. প্রতিটি ডাবল উত্তরের জন্য ৩ পয়েন্ট।এবং
৩. একটি মাত্র ভিডিও, যার পয়েন্ট ৫।

পর্ব- ৩


ড্রাইভিং এর প্রথম MCQ পরীক্ষার প্রশ্নবন্টন নিয়ে।
মোট ১০০০টি MCQ প্রশ্ন থাকবে:-
যেখানে...
# Text Type ৫০৭ টি প্রশ্ন সিঙ্গেল উত্তরের;
# Text Type ১২৩টি প্রশ্ন ডাবল উত্তরের;
# Photo Type ১০০ টি প্রশ্ন ডাবল উত্তরের;
# Illustration Type ৮৫টি প্রশ্ন ডাবল উত্তরের;
# Signs of Safety Type ১০০টি প্রশ্ন ডাবল উত্তরের;
# শেষে Video Type ১৫টি প্রশ্ন।


পর্ব-৪
(운전면허 장내기능시험) সম্পর্কে কিছু কথা:-
[MCQ পাশে পর এটি দ্বিতীয় পরীক্ষা]
# নূন্যতম পাশ মার্ক ৮০;
# ৩-৪ টি ভুল করলেই মোটামুটি ফেল;
# ২ মিনিটের মধ্যে T পার্কিং;
# মোট সময় ৭ /৭.৩০ মিনিটের মতো লাগে;
# পার্কিংয়ের সময় নির্দিষ্ট সীমানায় বাহিরে চাকা পড়লে ১০ পয়েন্ট মাইনাস;
# গতি সর্বোচ্ছ ২০ কি.মি;
# একবার ইমার্জেন্সি স্টপ থাকবে;
# একবার গতি ২০ কি.মি. এর উপরে উঠিয়ে আবার নির্দিষ্ট দুরুত্বের মধ্যে ২০ এর নিচে নামিয়ে আনতে হবে।


পর্ব- ৫

থাকছে 운전면허 장내기능시험 (দ্বিতীয় পরীক্ষার) এর একটি ভিডিও ক্লিপ।
[MCQ পাশের পর এই পরীক্ষা দিতে হয়।
পাশ মার্ক ৮০।



পর্ব ৬
 ড্রাইভিং শেষ টেস্ট (Road Test) এর একটি ভিডিও অংশ।
এই ভিডিওটির প্রতিটি অংশ ২৯ তারিখ Workshop বুঝিয়ে দেয়া হবে।
রোড টেস্টে ছোট খাটো কিছু ভুলের কারনে তীরে এসে তরী ডুবানোর মতো পরিস্থিতি অনেকেরই হয়।

এবার থাকছে কিছু জরুরী বিষয় নিয়ে আলোচনা:-এবার থাকছে কিছু জরুরী বিষয় নিয়ে আলোচনা:-
এবার থাকছে কিছু জরুরী বিষয় নিয়ে আলোচনা:-

ড্রাইভিং পরীক্ষা কিভাবে, কোথায় দিবেন...

আপনি কোরিয়ার যেখানেই থাকেন নিজের মোবাইল ফোনে গুগোলে "운전면허시험장" লিখে Search এ ক্লিক করলে নিচের ইমেইজটির মতো আসবে...

এখান থেকে আপনার সুবিধামতো যেকোন জায়গায় গিয়ে পরীক্ষা দিতে পারবেন।

তবে, যারা সাধারন কর্মদিবসে পরীক্ষা দিতে পারবেন না তারা চাইলে প্রতিমাসের দ্বিতীয় শনিবারে নিচের উল্লেখিত যেকোন একটি জায়গায় গিয়ে সকাল ৯ টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। মনে রাখতে হবে ওইদিন অসংখ্য পরীক্ষার্থী হাজির হয়, তাই আগে আগে গিয়ে সব করতে পারলে ভাল হবে।



প্রয়োজনে যোগাযোগ:-
০১০ ৩৪৭৯ ৪৬০০