আজ ইপিএস বাংলা কমিউনিটির উদ্যেগে গরীব অসহায় দুস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। দেশের উত্তারাঞ্চলের শীত কবলিত রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় দঃ কোলকান্দ মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাড়ে তিনশত গরীব অসহায় দুস্থ শীতার্থদের মাঝে ও স্থানীয় একটি মাদ্রাসা দারুল হুদা জামিয়া মাদ্রাসায় পঞ্চাশটি মোট চারশতটি কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলার এস.আই হাবীবুর রহমান হাবীব আরও উপস্থিত ছিলেন দঃ কোলকান্দ মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলতাফ হোসেন, স্থানীয় মেম্বার শরিফুল ইসলাম, রংপুর জেলার বাংলাভিশনের প্রতিনিধি জয়নাল আবেদীন সহ আরও অনেকে।
ইপিএস বাংলা কমিউনিটির নির্বাহী সদস্য, সমন্বয়ক ও নিবেদিত প্রান ফারুক আহমেদ, এলান খান চৌধুরী, এনায়েত হোসেন, জিয়াউল হক, আনোয়ার হোসেন ও স্থানীয় প্রতিনিধি জালাল আহমেদ সহ অনেকের এর একনিষ্ঠ পরিশ্রমের কারণে সফলভাবে সম্পন্ন হয়েছে শীত বস্ত্র বিতরণ কর্মসূচী।
শীতবস্ত্র নিতে আসা লোকদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে একজন বলেন “ প্রবাস থেকেও যে আমাদের জন্য আপনারা এভাবে চিন্তা করেন তা সত্যিই অতুলনীয়। আপনাদের সবার সু স্বাস্থ্য কামনা করি’’
স্থানীয় মাদ্রাসা দারুল হুদা জামিয়া মাদ্রাসায় কোরিয়া প্রবাসী বাংলাদেশীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেন মাদ্রাসা কতৃপক্ষ।
এর আগে গতকাল ২৫ শে জানুয়ারী ইপিএস বাংলা কমিউনিটির প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করে করে দুস্থ অসহায় মানুষের মাঝে ক্রমিক নাম্বার সহ টোকেন বিতরণ করেন।
Friday, February 5, 2016
Thursday, February 4, 2016
Eps Bangla দাবা প্রতিযোগিতা 2016
"দাবা প্রতিযোগিতা 2016"
প্রতিবারের ন্যায় এবারও ইপিএস বাংলা কমিউনিটি
দাবা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
দাবা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
কোরিয়াতে অবস্থানরত আগ্রহী বাংলাদেশী ভাইয়েরা অতিসত্বর যোগাযোগ করুন।
এন্ট্রি ফি ১৫০০০ উওন।
স্থান :- দোংদেমুন, সিউল।
স্থান :- দোংদেমুন, সিউল।
প্রতিযোগিতার উপকমিটি:-
কমিটি প্রধান:- মেহেদী হাসান।
পরিচালনায়:- নিশাত, অশোক দাস।
সদস্য:- আবির,শেখ ওমর, প্রভাকর, বাধন কাজী, বকরুল, ইয়াসিন রাসেল।
সার্বিক সহযোগিতায়:- শরিফ রাজু, আসাদ, আনোয়ারুল, সোহেল।
কমিটি প্রধান:- মেহেদী হাসান।
পরিচালনায়:- নিশাত, অশোক দাস।
সদস্য:- আবির,শেখ ওমর, প্রভাকর, বাধন কাজী, বকরুল, ইয়াসিন রাসেল।
সার্বিক সহযোগিতায়:- শরিফ রাজু, আসাদ, আনোয়ারুল, সোহেল।
Subscribe to:
Posts (Atom)